Kolkata High Court-12Others 

হাইকোর্টে ভার্চুয়াল শুনানি- ৫০ শতাংশ হাজিরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে হাইকোর্টে ভার্চুয়াল শুনানি। অন্যদিকে কলকাতা হাইকোর্টে কর্মীদের দৈনিক হাজিরা ৫০ শতাংশ করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশ মোতাবেক এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাইকোর্ট প্রশাসনের পক্ষ থেকে। এক্ষেত্রে আরও জানা যায়, পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ভার্চুয়াল শুনানি চলবে। কলকাতা হাইকোর্ট সূত্রে আরও খবর, আইনজীবীদের বাড়িতে বা অফিসে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা না থাকলে তাদের জন্য বিভিন্ন আদালত কক্ষে ভার্চুয়াল শুনানিতে যোগদানের পরিকাঠামো তৈরি করা হবে।

এ ব্যাপারে আইনজীবীদের নিজস্ব সংগঠন বা বারের মাধ্যমে তা আগাম হাইকোর্ট প্রশাসনকে জানাতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে, কোনও বিচারপতি বা হাইকোর্ট কর্মী ও তাঁদের পরিবারের সদস্য সংক্রমিত হলে বাড়িতেই থাকার নির্দেশ। বিষয়টি অবশ্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানাতে হবে। তিনি এ ব্যাপারে প্রধান বিচারপতির কাছে দৈনিক রিপোর্ট পাঠাবেন বলে জানা যায়। নিম্ন আদালতের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করা হয়েছে।

Related posts

Leave a Comment