Kolkata University-1Education Others 

ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদনের সময়সীমা বেড়েছে। আগে ভর্তির সময়সীমা ছিল বুধবার পর্যন্ত। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, পড়ুয়ারা বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই ৩ দিন আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আরও বলা হয়, উচ্চশিক্ষা দফতরের নির্দেশ মতো মেধা তালিকা আগামী ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, স্নাতক স্তরের দ্বিতীয় সিমেস্টার পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত সিমেস্টার পরীক্ষায় পাশ করা বেশ কিছু পড়ুয়ার দ্বিতীয় সিমেস্টারের ফলাফলে সাপ্লিমেন্টারি ছিল। এই পড়ুয়াদের কথা চিন্তা-ভাবনা করেই ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

Related posts

Leave a Comment