ভারতকে দাবা ওলিম্পিয়াডের ফাইনালে তুলে ইতিহাস হাম্পির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতকে দাবা ওলিম্পিয়াডের ফাইনালে তুললেন হাম্পি। সূত্রের খবর, ভারতকে দাবা ওলিম্পিয়াডের ফাইনালে তুলে ইতিহাস গড়লেন কোনেরু। জাতীয় ক্রীড়া দিবসে বিশ্ব রাপিড দাবার চ্যাম্পিয়ন এই দাবাড়ু সাফল্য এনে দিলেন। ফিডে অনলাইন ওলিম্পিয়াডে আরমাগেডনে পদ্ধতিতে হাম্পি পরাজিত করলেন পোল্যান্ডের মণিকা সোকোকে। প্রথম ম্যাচে ২-৪ ফলাফলে পয়েন্টে পরাজিত হওয়া ভারতীয় দল প্রত্যাবর্তন করে পোল্যান্ডকে পরাজিত করে। ভারত জয়ী হয় ৪.৫-১.৫ ফলাফলে। প্রথমে দু-দলই একটি করে ম্যাচ জয়ী। এরপরই হাম্পি ড্র করেন মণিকা সোকোর সঙ্গে। দ্বিতীয় ম্যাচে ভারতীয় তারকা দাবাড়ু সাফল্য পেলেন। প্রথম ম্যাচে ভারতের ভিদিত গুজরাটি ও বিশ্বনাথন আনন্দ পরাজিত হন পোল্যান্ডের রাডোস্লো ওজদাসেক ও ক্রিস্তভ দুদার কাছে। ভারতের দুই মহিলা দাবাড়ু ডি হারিকা ও কোনেরু হাম্পি ড্র করেন। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল জয়ী হয়। ৪১ চালের পর সোকোকে হারিয়ে ভারতকে প্রথমবার দাবা ওলিম্পিয়াডের ফাইনালে পৌঁছে দিলেন হাম্পি।

