laxmi and silpiEntertainment Others 

দুর্গার পরই ধনদেবীর আরাধনার রেওয়াজ বাঙালির ঘরে ঘরে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তুলির টানে রূপ ফুটে উঠছে ধনদেবীর। চাহিদা বেড়েছে ছাঁচের লক্ষীর। দুর্গাপুজোর পর পরই বিশেষ করে বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনার চল রয়েছে।এবার দুর্গাপুজো হবে কি না, তা নিয়ে গোটা বাংলা ভিন্ন ভাবনায় ছিল।করোনা কালে সব ভাবনা বদলে দিয়েছিল। তবে নানা বিধি-নিষেধ অতিক্রম করে সম্পন্ন হয়েছে বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব। দুর্গার পরই ধনদেবীর আরাধনার রেওয়াজ রয়েছে।এক্ষেত্রে বারোয়ারি পুজো সেভাবে নেই। বাড়িতেই লক্ষীর আরাধনায় ব্রতী হয়ে থাকে বাঙালি। পটের লক্ষী, ছাঁচের লক্ষী ও কাঠামোর লক্ষী ঠাকুর এনে পুজো করে থাকেন।তবে পট ও ছাঁচের ঠাকুরের চাহিদাই সবচেয়ে বেশি।স্থানীয় সূত্রের খবর,চতুর্থী থেকে ষষ্ঠীর মধ্যে দুর্গাঠাকুর ঘর থেকে বের হলেই লক্ষী ঠাকুর বানানোর তৎপরতা তৈরি হয়ে যায়। মৃৎশিল্পীরা সারা বছর ধরে ঠাকুর তৈরির কাজ করে থাকেন। এবছর করোনা আবহে ঠাকুর তৈরির কাজ ধাক্কা খেয়েছে । এখন লক্ষী ঠাকুর তেরি হচ্ছে শিল্পীদের কারখানায়। কোথাও এক প্রলেপ রং লেগেছে, কোনওটা এখনও কাঁচা।প্রতিমা শিল্পীদের বক্তব্য, দুর্গাপুজো হওয়ার পর থেকেই অল্প বিস্তর অর্ডার আসতে শুরু করেছে। লোকাল ট্রেন বন্ধ থাকা বা বাসে ভিড় হওয়ার জন্য দূরের খরিদ্দারও এবার অনেক কম।

Related posts

Leave a Comment