Lasith Malinga-1Others Sports 

ক্রিকেটে বিদায়বার্তা মালিঙ্গার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার তারকা বোলার লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাননি তিনি। একপ্রকার দল ঘোষণা হওয়ার পরই নিজের অবসরের কথা জানিয়ে দিলেন শ্রীলঙ্কার দুরন্ত এই পেসার। টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিপূর্বে অবসর নিয়েছিলেন মালিঙ্গা।

এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন মালিঙ্গা। তিনি টুইট করে তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আমার টি-টোয়েন্টি ক্রিকেট জুতো তুলে রাখার সময় এসেছে। সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম’।

৩৮ বছর বয়সি মালিঙ্গা কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ইয়র্কারের মালিক বলে পরিচিত মালিঙ্গা। ওয়ান ডে ক্রিকেটে ৩টি হ্যাটট্রিক রয়েছে এই বোলারের। এছাড়া ২ বার ৪ বলে ৪টি উইকেট নেওয়ার নজিরও গড়েছেন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৫৪৬টি উইকেট দখল করেছেন শ্রীলঙ্কার এই বোলার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিকও মালিঙ্গা। দখল করেছেন ১০৭টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি হ্যাটট্রিক গড়ার নজির রয়েছে তাঁর। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মালিঙ্গার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। আবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছেন লাসিথ মালিঙ্গা।

Related posts

Leave a Comment