mamata and bam-congressOthers Politics 

বাম-কংগ্রেসহীন বিধানসভা দেখে হতাশ মমতাও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বাম-কংগ্রেসহীন বিধানসভা। বাংলার রাজ্য রাজনীতিতে এ কোন ছবি? বাংলার মানুষ দেখতে চলেছেন এক ভিন্ন ছবি। বাম-কংগ্রেসহীন বিধানসভা দেখে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়ও। সিপিআইএম-কংগ্রেস-আইএসএফ এই তিন দলের জোট নিয়ে এবার নির্বাচনে জোর চর্চা ছিল।

এই জোট বঙ্গ-রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন। সিপিআইএমের একঝাঁক তরুণ মুখকে ঘিরেও আশা তৈরি হয়। রাজনৈতিক বোদ্ধারাও হতবাক বিষয়টি নিয়ে। ফলাফল নিরিখে বিধানসভায় এবার আর জায়গা পাচ্ছে না সিপিআইএম ও কংগ্রেস ।

সংযুক্ত মোর্চা থেকে একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে আইএসএফ। নওসাদ সিদ্দিকি জয়ী সংযুক্ত মোর্চারপক্ষে । স্বাধীন ভারতে এই প্রথম বাম-কংগ্রেসহীন বিধানসভা দেখতে হবে বাংলার মানুষকে । এই বামহীন বিধানসভা দেখে হতাশা প্রকাশ করলেন তৃণমূল নেত্রীও।

আজ কালীঘাট থেকে সাংবাদিক বৈঠকে মমতার কথাতেও বামশূন্য বিধানসভা নিয়ে হতাশা ধরা পড়ল। ২০১১ সালে সিপিআইএম-কে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৩৪ বছরের বাম রাজত্বের অবসান ঘটে। মূলত তাঁরই নেতৃত্বে বাম সম্রাজ্যের পতন হয় । আর আজ বিরোধী ভূমিকায় বাম-কংগ্রেসকে দেখতে না পেয়েই হতাশা ব্যক্ত করলেন।

এ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য, “রাজনৈতিক ভাবে বাম-কংগ্রেস সংঘাত থাকতে পারে। কিন্তু আমি কাউকে শূন্য হিসেবে দেখতে চাই না। ওঁদের একটা অংশ এলে ভালো হত। বিজেপির থেকে ওরা ভালো। কিন্তু ওরা বিজেপির কাছে বেশি ঝুঁকে গেছে। নিজেদেরই বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে।”

উল্লেখ করা যায়,একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বামদের তৃণমূলে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর মুখেই শোনা গিয়েছে, “বিজেপিকে আটকাতে ভোট দিন তৃণমূলে”। আবার সিপিআইএম-কংগ্রেসের আইএসএফের সঙ্গে জোটকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment