প্রতীকী প্রতিবাদ বিক্ষোভে সামিল বামেরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনেও পথে বামেরা। সূত্রের খবর, বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণের তথ্য গোপনের অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতীকী বিক্ষোভে সামিল হল সিপিএম। তবে কর্মীদের মধ্যে ফিজিক্যাল ডিস্ট্যান্স বজায় রেখে এই প্রতিবাদের ডাক দেয় আলিমুদ্দিন। অধিকাংশ জায়গায় বিডিও দফতর, ডিএম অফিস, পুরসভা ও পঞ্চায়েত অফিসের সামনে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে হাতে ঝান্ডা ও পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় বামকর্মীরা। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, রাজ্যের সমস্ত জেলায় এই কর্মসূচি চিত্র পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, সত্যিই নাইসেডে নমুনা পরীক্ষা নয় থেকে বেড়ে ষাট হয়। বিপর্যস্ত পরিস্থিতিতে মৃত্যুর খবর এখনও ধামাচাপা রয়েছে। কলকাতা ছাড়াও বহরমপুর, হলদিয়া, আলিপুরদুয়ার, বার্নপুর ও রামপুরহাট-সহ ছোট-বড় বিভিন্ন শহরে এই প্রতীকী প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছে বামেরা।

