life and walkEducation Lifestyle Others 

জীবন সুন্দর : চলার পথ একটা “সফর”

অনেকে বলেন,জীবন একটা অঙ্ক। অনেকে তা মানতে চান না। জীবনের চলার পথটা একটা “সফর” ভাবতে পারেন। এই চলার পথটা সহজ মনে হলেও তা আসলে ঠিক নয়। এ জীবন একটা। এক্ষেত্রে অনেক কিছু পাওয়া হতে পারে।
আবার ব্যর্থতাও আসতে পারে। জীবন সুন্দর তা উপভোগ করার রয়েছে। জীবনে নানা সমস্যা থাকে তার মধ্যে জীবন এগিয়ে চলে। জয় -পরাজয় প্রভৃতি বিষয়গুলি থাকে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যে অনেক উঠা-নামা থাকে। শৈশব-কৈশর-যৌবন ও বৃদ্ধাবস্থা মিলিয়ে চলে গোটা জীবন। জীবনে আলো যেমন রয়েছে তেমনি অন্ধকারও আসতে পারে। কাজেই সব কিছুকে মেনে নিয়ে জীবনের অংশ ভেবে নিয়ে এগিয়ে চলতে হবে। সেক্ষেত্রে কষ্টকে কষ্ট বলে মনে হবে না। যখন সমস্যামুক্ত জীবন হয়,তখন সত্যিই জীবন বড় সুন্দর মনে হয়। ব্যর্থতা বা কষ্ট এলেই জীবন বিতৃষ্ণার মনে হয়।

জীবনের এই সফরে আত্মীয়-স্বজন,পরিবার-পরিজন সহ বহু মানুষের সঙ্গে পরিচয় ঘটে। জীবনের এই চলার পথে অনেক বন্ধু হয়। গড়ে উঠে বন্ধুত্বের সম্পর্ক। জীবনে নানা রকম ঘটনা ঘটে। কোনটা গভীরভাবে মনে দাগ কেটে যায়।
জীবন সুন্দর করে গড়ে তুলতে গেলে চাই সঠিক পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী চলতে না পারলে জীবন সুন্দর করে গড়ে তোলা যায় না। জীবনকে ভালবাসতে হবে। শিক্ষাক্ষেত্রে,কর্মক্ষেত্রে এবং জীবনে চলার পথে লক্ষ্য
স্থির করে চলতে হবে। সাফল্য-ব্যর্থতা জীবনে থাকবে তার মধ্যে জীবনের পথে এগিয়ে যেতে হবে। নিজের ভালোলাগা বিষয়গুলি নিয়ে সামনের দিকে চলুন।

Related posts

Leave a Comment