অবসর ঘোষণা লিনয়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অবসর লিনয়ের। টোকিও অলিম্পিক্সে মহিলা রিদমিক জিমন্যাস্টিক্সে সোনাজয়ী, ইজরায়েলের লিনয় আশরাম অবসর ঘোষণা করলেন। ২২ বছর বয়সী লিনয়ের প্রতিক্রিয়া, ‘ছোটবেলা থেকে স্বপন দেখতাম, তা পূর্ণ করেছি। তাই জিমন্যাস্টিক্স থেকে সরে যাওয়াই বাঞ্ছনীয় বলে মনে করি।’

