train and service 2Breaking News Others Travel 

রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে ঘোষণা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:লোকাল ট্রেন কবে চলবে তা নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। লোকাল ট্রেনের দাবিতে রেল অবরোধও চলছে। তবে সিদ্ধান্তে অবিচল রাজ্য সরকার। আজ নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকেই আমাকে লোকাল ট্রেনের কথা বলছেন। কিন্তু আমি বলছি, গ্রামে এখনও ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি। আমরা অনেক কম ভ্যাকসিন পাচ্ছি। তাছাড়া সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েব আসছে বলে বলছেন বিশেষজ্ঞরা, সেই অনুযায়ী ভ্যাকসিনেশন বাড়ানো হবে।”

এ বিষয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, লোকাল ট্রেন চলছে না বলে অনেকের সমস্যা হচ্ছে জানি। কিন্তু আপনার জীবনের থেকে দামি নয় কিছু। লোকাল ট্রেন নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও ১৫ দিন বিধিনিষেধ থাকবে।

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, শহরতলিতে ৫০শতাংশ ভ্যাকসিনেশন হলে লোকাল ট্রেন চালুর ভাবনা। প্রতিদিন ৩ থেকে ৪ লক্ষ ভ্যাকসিনেশন করা হচ্ছে। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, এখন ট্রেন চালালে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে। তবে লোকাল ট্রেন আরও কতদিন বন্ধ থাকবে সে ব্যাপারে এখনও জানাননি তিনি।

ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও পণ্য পরিবহণে সে ভাবে সমস্যা হচ্ছে না বলে জানান তিনি। সব্জি-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সড়ক পথে পরিবহণে ছাড় দেওয়া রয়েছে। মেট্রো, বাস, অটো, টোটো সহ সমস্ত পরিষেবাই চালু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য,করোনা আবহ মোকাবিলায় গত ৬ মে থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়। লকডাউন পরিস্থিতি চালু হয় রাজ্যে। পরে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এখনও রাজ্যে বিধিনিষেধ বলবৎ রয়েছে।

Related posts

Leave a Comment