জেনে নিন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন ও পুজোর নিয়ম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী সোমবার অনুষ্ঠিত হবে জন্মাষ্টমী ৷ এই দিনে শ্রীকৃষ্ণকে তালের বড়া ভোগ হিসাবে নিবেদন করা হয়।জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে তালের বড়া দেওয়াটা প্রাচীন নিয়ম। পাশাপাশি বড়া ছাড়াও তালের তৈরি নানারকম সুস্বাদু খাবারের পদ সাজিয়ে দেওয়া হয়। শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করাই রীতি-রেওয়াজ।
প্রচলিত রয়েছে, জন্মাষ্টমী হল- শ্রীকৃষ্ণ বা গোপালের জন্মদিন ৷ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নিয়েছিল মাতা দেবকীর গর্ভে ৷ এই দিনটিতে শ্রীকৃষ্ণ পুজোর আয়োজন হয়ে থাকে ৷ এক্ষেত্রে হিন্দু বাড়িতে দুধ-ঘি-মধুতে স্নান করানোর পর নতুন জামা, গয়না, ফুল-চন্দন-আতরে সাজানো হয় গোপালকে।
পণ্ডিত ও শাস্ত্রবিদরা জানিয়েছেন, সাধারণত জন্মাষ্টমীর পুজো শুরু হয় অষ্টমী লাগার পর ৷ এবার ইংরাজির ৩০ আগস্ট পড়েছে জন্মাষ্টমী ৷ যা শেষ হবে ৩১ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে সোমবার রাত ১ টা ৫৯ মিনিটে ৷
এ বিষয়ে পণ্ডিত ও শাস্ত্রবিদরা আরও জানিয়েছেন, শ্রীকৃষ্ণের পুজো করার কয়েকটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে ৷ আবার শাস্ত্র মতে উল্লেখ করা হয়েছে, দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে হলে চাই কৃষ্ণ নাম। জন্মাষ্টমীর দিনে নতুন করে সাজিয়ে তোলা প্রয়োজন কৃষ্ণ মূর্তিকে ৷ নতুন পোশাক পরানো সহ গয়না পরাতে হবে ৷ কৃষ্ণকে ভোগ দিতে হবে মাখন ও মিছরি ৷
এক্ষেত্রে পণ্ডিত ও শাস্ত্রবিদরা বলেছেন,এই দিনে বিগ্রহকে লাল জামা পরানো উচিত। আবার ১০ টি কয়েনে সিঁদুর ও হলুদ লাগিয়ে গোপালের সামনে রাখলে সুফল মেলে ৷ ভোগের সঙ্গে তুলসি পাতা দিতে হবে। ঘি-এর প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে।
ওই দিন সকাল থেকে ঘরে কৃষ্ণ নাম করা উচিত। তালের বড়া সহ নানারকম সুস্বাদু খাবারের পদ দিয়ে সাজিয়ে দিতে হবে কৃষ্ণের ভোগ ৷ প্রচলিত রীতি রয়েছে,ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম হয়েছিল ৷ এই মাসে তাল গাছে তাল হয়ে থাকে ৷ শ্রীকৃষ্ণেরও পছন্দ তালের বড়া ক্ষীর ও তালের লুচি ৷

