জঙ্গলমহলের দুঃস্থদের পাশে সাংবাদিকতা বিভাগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জঙ্গলমহলের দুঃস্থ শিশুদের পাশে মণীন্দ্রচন্দ্রের সাংবাদিকতা বিভাগ। স্থানীয় সূত্রের খবর, পুজো পরিক্রমার ১০ বছরে করোনা আবহে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের পড়ুয়ারা এই প্রয়াস নিয়েছেন। স্থানীয় সূত্রের আরও খবর, সুদূর জঙ্গলমহলের দুঃস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। বেলপাহাড়ির কাছে এক প্রত্যন্ত গ্রাম বালিচুয়ার ১২০ জন আদিবাসী, দুঃস্থ ও পিছিয়ে পড়া শিশুকে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়েছেন। জানা গিয়েছে, বালিচুয়া দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে সামাজিক দূরত্ববিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো পরিক্রমার যাবতীয় ব্যয়ের অর্থ কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা, অধ্যাপক-অধ্যাপিকারা নিজেরাই সংগ্রহ করেছেন। অন্য বিভাগের অধ্যাপকরাও এগিয়ে এসেছেন এই উদ্যোগে সামিল হতে।

