মহারাষ্ট্রে গণপিটুনি, নিহত ৩
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গুজবের জের। এরপর গণপিটুনি। প্রাণ গেল ৩ জনের। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রে। সূত্রের খবর, গভীর রাতে পুলিশ খবর পেয়ে সেখানে গেলে, তাঁরাও বিক্ষোভের মুখে পড়ে। অনেক কষ্টে তারা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, রাতে মুম্বই থেকে একটি গাড়ি ধাবাড়ি-খানবেল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল। খুব কাছেই ছিল আদিবাসী গ্রাম গড়চিঞ্চোলে। ওই গ্রামের মধ্যে দিয়েই গাড়িটি যাওয়ার সময় ঘটে এই বিপত্তি। চালক ছাড়াও আরও ২ জন ছিলেন। গ্রামবাসীরা গাড়িটিকে আটকান। কোনও জিজ্ঞাসাবাদ না করেই চলে ইট ও পাথর বৃষ্টি। গাড়ি থেকে ৩ জনকে বের করে এনে চলে বেধড়ক মারধর। পুলিশ খবর পেয়ে ৩ জনকে উদ্ধার করতে যায়। উন্মত্ত জনতা পুলিশকেও আক্রমণ করে বলে অভিযোগ।

