করোনার ধাক্কায় বন্ধ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরোপুরি বন্ধ থাকছে ম্যাকাউট। করোনা পরিস্থিতির জেরে এই সিদ্ধান্ত। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ম্যাকাউট সূত্রের খবর, জরুরি কিছু পরিষেবা চালু রাখা হবে। এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রার এমনটাই জানিয়েছেন। উল্লেখ করা যায়, এর আগে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, শুধু খোলা রাখা হবে ক্যাম্পাস।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যাম্পাস বন্ধ থাকলেও কর্মী ও আধিকারিকদের অনলাইন বৈঠকে উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, ৪৫ বছর ও তার বেশি বয়সী শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকদের বিনামূল্যে প্রতিষেধক দিতে উদ্যোগী হয়েছে ম্যাকাউট। আগামী ২৭ ও ২৮ এপ্রিল কল্যাণীর জেএনএম হাসপাতালে এই প্রতিষেধক দেওয়া হবে। আবার বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাস, কলকাতার অফিসের নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীদের মাস্ক-স্যানিটাইজার ও গ্লাভস দেওয়া হবে।

