Makaut-10Education Others 

ম্যাকাউটের নিজস্ব ইন্টারনেট টিভি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) নিজস্ব ইন্টারনেট টিভি চালু করেছে। ওই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উদ্বোধন করেছেন উপাচার্য সৈকত মৈত্র। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘পড়ুয়া থেকে সাধারণ মানুষ ম্যাকাউটের যে-কোনও ভিডিও এখানে দেখতে পাবেন’। এ বিষয়ে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় প্রতিদিন নানা শিক্ষামূলক অনুষ্ঠান করা হয়ে থাকে। সেগুলি সোশ্যাল মিডিয়ায় দেওয়াও হয়। অজস্র ভিডিও-র ভিড়ে সেগুলি হারিয়ে যায়। এক্ষেত্রে ইন্টারনেট টিভিতে গেলে পুরনো সব অনুষ্ঠানের ভিডিও-সহ শোনা যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। পাশাপাশি পরবর্তী কোনও অনুষ্ঠানে কীভাবে যোগ দিতে হবে, তার লিঙ্কও দেওয়া থাকবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment