৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৫ মে তৃতীয় বারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন,তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। ঢেলে সাজাতে চান মন্ত্রিসভা। অনেক নবীন ও নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায়,দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এবারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটাতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । নির্ভরযোগ্য বিধায়ক ও নতুন মুখ নিয়ে মমতার এই মন্ত্রিসভা গঠিত হবে বলে ইঙ্গিত।
তৃণমূল নেত্রী নন্দীগ্রামে পরাজিত হলেও বিজেপির সোনার বাংলা গড়ার স্বপ্নকে ধূলিসাৎ করে হ্যাট্রিক করলেন। তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় আসীন হলেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রামে সামান্য মার্জিনে শুভেন্দু অধিকারীর কাছে হারলেও গোটা রাজ্যে তৃণমূলকে জিতিয়ে আনলেন তিনি। অন্যদিকে করোনা সংক্রমণে জেরবার রাজ্য। বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন প্রথম কাজ করোনা মোকাবিলা করা। এক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন,এবারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটাতে পারেন তৃণমূল নেত্রী।
দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উপদেষ্টা প্রশান্ত কিশোর সহ অন্যান্য জয়ী নির্বাচিত বিধায়করা। ওই বৈঠকেই আগামী দিনের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন। আবার সন্ধ্যে ৭টা নাগাদ প্রথামাফিক রাজভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার দাবি জানানোর জন্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ মে শপথ নিতে পারেন মমতা ও তাঁর মন্ত্রিসভা।

