Marcelo Rebelo De SouzaOthers World 

ফের পর্তুগালের প্রেসিডেন্ট হলেন মার্সেলো

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের জয়ী মার্সেলো। ভোটে জয়ী হয়ে পুনরায় পর্তুগালের প্রেসিডেন্ট হলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মার্সেলো রেবেলো ডি সুজা। সূত্রের খবর, লকডাউন আবহের মধ্যেই সম্প্রতি হওয়া নির্বাচনে মার্সেলো পেয়েছেন ৬১.৬ শতাংশ ভোট। উল্লেখ করা যায়, ১২.২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন সোশ্যালিস্ট পার্টির নেত্রী আনা গোমস।

Related posts

Leave a Comment