হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের বিজ্ঞপ্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন, তার বিজ্ঞপ্তিও দেওয়া হল। রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্যের কোভিড হাসপাতাল-সহ বিভিন্ন স্বাস্থ্য পরিকাঠামোয় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার পরামর্শ দিয়েছেন। ডোজ উল্লেখ করে কোন কোন ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তাও জানানো হয়েছে। রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী এবং ডাঃ দেবাশিস ভট্টাচার্য বিপর্যস্ত পরিস্থিতির মোকাবিলায় ন্যাশনাল টাস্ক ফোর্স এবং আইসিএমআর-এর গাইডলাইনেরও উল্লেখ করেছেন। রোগী বা সন্দেহজনক রোগীদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে বলে জানানো হয়। পাশাপাশি পজিটিভ রোগীদের বাড়ির লোকজনের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে এমনটাও জানানো হয়েছে। আবার ১৫ বছরের নিচে বয়সের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি নিষেধ করা হয়েছে রেটিনোপ্যাথি এবং এই ওষুধে হাইপার সেনসিটিভিটি থাকা মানুষজন-সহ আরও কিছু ক্ষেত্রে ব্যবহারে, এই নির্দেশ জারি করা হয়েছে।

