report and parijayiOthers 

পরিযায়ীর আনাগোনা বেড়েছে বঙ্গের জলাভূমিতে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহের বছর ঘুরতেই খুশির খবর। পরিযায়ীর আনাগোনা বেড়েছে বঙ্গের জলাভূমিতে। ১৪টি জেলার সমীক্ষা রিপোর্টে বনদপ্তরের স্বস্তি। সূত্রের খবর, রাজ্যের ১৪টি জেলার ৫৩টি জলাভূমিতে প্রথমবার সার্বিকভাবে পরিযায়ী পাখির সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষাতে দেখা গিয়েছে, এক মাসে বাংলার বিভিন্ন স্থানে দেশ- বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ১ লক্ষ ২৩ হাজার ৬৭৫ পরিযায়ী। এই সমীক্ষায় বাংলায় সার্বিক জীববৈচিত্র্য সংরক্ষণে সাফল্যের দিক তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে কারণ হিসাবে বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ পাওয়ার দরুন প্রায় ৬৫টি প্রজাতির পরিযায়ী বাংলায় এসে ভিড় জমিয়েছে। উল্লেখ করা যায়, রাজ্যের বিভিন্ন জলাভূমিতে পরিযায়ীর সংখ্যা ও প্রজাতি জানার জন্য সমীক্ষা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রয়াসে। এবারই প্রথম বনদপ্তর,স্বেচ্ছাসেবী সংস্থা ও পাখিপ্রেমীরা মিলিতভাবে চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ২ফেব্রুয়ারি পর্যন্ত ৫৩টি জলাভূমি এলাকায় পরিযায়ীর ওপর সমীক্ষা চালানো হয়। ৮০০জন এই কাজে নিয়োগ ছিলেন।

Related posts

Leave a Comment