দুধ বিক্রি করেই কোটিপতি- পেলেন সেরা শিরোপাও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুধ বিক্রি করেই কোটিপতি গুজরাতের মহিলা। রীতিমতো রেকর্ড গড়লেন ৬২ বছর বয়সী নাভালবেন দলসংভাই চৌধুরী। আত্মনির্ভর হতে চাওয়া মানুষের কাছে তিনি অনুপ্রেরণা স্বরূপ। সূত্রের খবর,গুজরাতের বনসকন্ঠা অঞ্চলের নাগানা গ্রামের বাসিন্দা নাভালবেন স্থানীয় এলাকায় এই নজির গড়েছেন। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ২০২০সালে শুধুমাত্র দুধ বিক্রি করেই তিনি ১ কোটি টাকার ওপর রোজগার করেছেন। প্রতি মাসে লাভ করেছেন ৩ লাখেরও বেশি টাকা।
উল্লেখ্য,গত বছর নাভালবেন নিজের বাড়িতেই খুলেছেন দুধ বিক্রির সংস্থা। জানা যায়, তাঁর ৮০টা মোষ, ৪৫ টা গরু রয়েছে । তাঁর সংস্থায় কাজ করেন ১৫ জন কর্মী। এ বিষয়ে নাভালবেন জানিয়েছেন, আমার ৪ ছেলে শহরে পড়ছে ও কাজ করছে। আমি ওদের থেকে অনেক বেশি রোজগার করি। আমার ডেয়ারিতে রয়েছে ৮০টা মোষ, ৪৫ টি গরু । ২০১৯ সালে ৮৭.৯৫ লাখ টাকার দুধ বিক্রি করে বনসকন্ঠা অঞ্চলে প্রথম হয়েছি। ২০২০ সালে আমি দুধবিক্রির জায়গা থেকে প্রথম হয়েছিলাম। এই সাফল্যে নাভালবেন জয়ী হয়েছেন ২টি লক্ষ্মী অ্যাওয়ার্ড। ৩ বার পেয়েছেন সেরা পশুপালকের শিরোপা। এই বয়েসে চূড়ান্ত সাফল্যের দরজায় তিনি। নিজের সংস্থান ছাড়াও কর্মীদেরও রুটি-রুজির সংস্থান করছেন।

