১০ হাজার রান পূর্ণ করলেন মিতালি রাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে নজির গড়লেন। মহিলাদের ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে প্রায় ১০ হাজার রান পূর্ণ করলেন মিতালি রাজ। উল্লেখ করা যায়, বিশ্বে মিতালি ছাড়া এই কৃতিত্ব রয়েছে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের। লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে মিতালি ১০ হাজারের মাইল ফলক অতিক্রম করলেন। অ্যানেক বশের বোলিংয়ে বাউন্ডারি মেরে এই সাফল্যে পৌঁছলেন তিনি।
মিতালিকে নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট মহল। ভারতীয় ক্রিকেট বোর্ড সচিন-সহ আইপিএল-এর বেশিরভাগ দলও তাঁকে অভিনন্দন জানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে মিতালির মোট রান সংখ্যা ১০,০০১। ওয়ান ডে-তে ৬,৯৭৪ রান হল। টি-টোয়েন্টি ক্রিকেটে ২,৩৬৪ রান। টেস্টে ৬৬৩ রান। পাশাপাশি ৩৮ বছর বয়সী ক্রিকেটার আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন মোট ৯টি। টেস্টে তাঁর সেরা ইনিংস ২১৪ রানের। এই সাফল্যের পর তাঁর প্রতিক্রিয়া, ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, ব্যাট করতে নেমেছি রান করার ওপর বিশ্বাস রেখে।

