প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক মোদি – মমতার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিল্লিতে বৈঠক হল মোদি ও মমতার। আরও বেশি ভ্যাকসিনের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানালেন,নির্বাচনে জয় ও সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি তাঁর ৷ সেই কারণেই তিনি প্রধানমন্ত্রীর সময় চেয়েছিলেন।
প্রধানমন্ত্রীর বাস ভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি ৷ প্রায় ৩০ মিনিট কথা হয় দু’ জনের মধ্যে ৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন,বৈঠক ছিল সৌজন্যমূলক ৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,প্রধানমন্ত্রীকে বলেছি আমাদের আরও বেশি টিকা চাই ৷ অন্যান্য রাজ্য টিকা পাক অসুবিধে নেই ৷ কিন্তু জনসংখ্যার অনুপাতে অন্যান্য রাজ্যের থেকে কম টিকা পেয়েছে বাংলা ৷ আমাদের রাজ্যে টিকাকরণের কাজ খুব ভাল ভাবে হচ্ছে ৷ আমাদের রাজ্যে সংক্রমণের হারও ১ শতাংশের আশেপাশে রয়েছে ৷ করোনার তৃতীয় ঢেউয়ের আগে সবাই যাতে টিকা পেতে পারেন সে কথা প্রধানমন্ত্রীকে বলেছি৷
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ট্যুইট করে প্রধানমন্ত্রীর দফতর ৷ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়টি কেন্দ্রের অনুমোদনের জন্য দীর্ঘদিন আটকে রয়েছে৷ এ বিষয়ে উদ্যোগী হতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি রাজ্যের কয়েকটি প্রকল্প নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন। তাঁর দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

