india and monaj pandeyBreaking News Others 

দেশের নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন মনোজ পান্ডে ৷ ভারতীয় সেনার ভাইস লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন ৷ সেনাপ্রধান হিসেবে এম এম নারভানের স্থলাভিষিক্ত হতে চলেছেন। ইঞ্জিনিয়ার হিসেবে এই প্রথমবার সেনাপ্রধানের পদে বসতে চলেছেন তিনি।

এম এম নারভানের পর মনোজ পান্ডেই ছিলেন সবথেকে সিনিয়র অফিসার ৷ পরবর্তী সেনাপ্রধান হিসেবে আলোচনায় ছিলেন তিনি। উল্লেখ্য, গত বছর ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা। এছাড়া ১২ জন সেনাকর্মী মারা যান ৷ এই মুহূর্তে ভারতীয় সেনার সবথেকে সিনিয়র অফিসার মনোজ পান্ডেই ৷

এ বছর ফেব্রুয়ারি মাসে সেনার ভাইস চিফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মনোজ পান্ডে ৷ ইতিপূর্বে ভারতীয় সেনার ইস্টার্ন আর্মি কম্যান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অফিসার। তাঁর প্রায় ৪০ বছরের সুদীর্ঘ কর্মজীবন। কঠিন দায়িত্বও সামলেছেন তিনি ৷

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এই প্রাক্তনী জম্মু কাশ্মীরে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছেন। অপারেশন পরাক্রমের মতো অভিযানে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি পশ্চিম লাদাখে সেনার মাউন্টেন ডিভিশনকেও নেতৃত্ব দেওয়ার সাফল্য রয়েছে তাঁর ৷ পূর্ব ভারত সীমান্তেও সন্ত্রাস দমন অভিযানেও গুরুদায়িত্ব পালন করেছেন।

Related posts

Leave a Comment