Monica-Archana-1Others Sports 

বিশ্ব টেনিস রাঙ্কিংয়ে মণিকা-অর্চনা জুটি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব রাঙ্কিংয়ে প্রথম চারে মণিকা-অর্চনা। আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার রাঙ্কিং তালিকায় উত্তরণ ঘটল ভারতীয় মহিলা জুটি মণিকা বাত্রা ও অর্চনা কামাথ। রাঙ্কিং তালিকা অনুযায়ী দেখা গিয়েছে, ১৫০১ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন তাঁরা। উল্লেখ করা যায়, গত সপ্তাহে দোহায় ডব্লুটিটি কন্টেনডার্স প্রতিযোগিতার ডাবলস সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে ব্রোঞ্জ জয়ী হয়েছিলেন মণিকা-অর্চনা।

Related posts

Leave a Comment