প্রথমবার ভারতে রহস্যময় ‘মনোলিথ’
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতে ‘মনোলিথ’। সূত্রের খবর, আমেরিকার ইউটা প্রদেশে, ইউরোপের রোমানিয়া-সহ বিশ্বের অনেক দেশেই দেখা পাওয়া গিয়েছিল তার। এক্ষেত্রে আরও জানা যায়, প্রথমবার সেই রহস্যময় ‘মনোলিথ’-এর দেখা পাওয়া গেল ভারতে। উল্লেখ করা যায়, সকালে গুজরাতে আমেদাবাদের সিম্ফনি ফরেস্ট পার্কে দেখতে পাওয়া যায় প্রায় ৭ ফুট লম্বা এই মনোলিথ বা ধাতব পাতটিকে।

