australia p m scort marisonOthers 

ভারতের ৭৪-তম স্বাধীনতা দিবসের বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ভারতের ৭৪-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার গভীর সম্পর্ক বাণিজ্য ও কূটনীতির আঙিনাকে ছাপিয়ে গিয়েছে। ভরসা ও সম্মানের ওপর তৈরি হওয়া এই সম্পর্ক মিশেছে গভীরতায়। গণতন্ত্র, প্রতিরক্ষা সহযোগিতা, সম্প্রদায় ও দোস্তি এগুলি এই সম্পর্কের বৈশিষ্ট্য়। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে অস্ট্রেলিয়া সার্বিকভাবে সামিল ও ভারতের জনগণকে উষ্ণ অভিনন্দনও জানানো হয়েছে।

চলতি অতিমারীর প্রতি ইঙ্গিত করে মরিসন আরও জানান, এবারের উদযাপন অন্য ধরনের হবে, প্রথামাফিক জনসমাগম হবে না, তবে দুটি দেশ তাদের শেয়ার করা মূল্যবোধ থেকে শক্তি সংগ্রহ করতে পারে। আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে, তবে আমরা একই বিষয়ে বিশ্বাস করি। আমরা আমাদের জাতীয় জীবনে ব্যালট বাক্সের শক্তিতে, আইনের শাসনে, অধিকার রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোয়, আরও এক উন্নত বিশ্ব গড়ায় মুক্ত, স্বাধীন মানুষের দায়িত্বে ভরসা রাখি। আমাদের শেয়ার করা মূল্যবোধ, স্বার্থ ও লক্ষ্যের কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমি এ বছর জুনে দ্বিপাক্ষিক সম্পর্ককে সামগ্রিক কৌশলগত পার্টনারশিপের স্তরে তুলে নিয়ে গিয়েছি।

মরিসন-এর বক্তব্য,আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চালিত হয় এই অঞ্চল ও বিশ্ব সম্প্রদায়ের একক লক্ষ্যের উদ্দেশে, এই দুটি দেশ যখন স্বাস্থ্য, সমাজ ও অর্থনীতির ওপর কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলা করতে সচেষ্ট, তখন এটা গুরুত্বপূর্ণ। আমাদের দুটি দেশের মধ্যে বন্ধনের সেতু জনগণই। পডুয়া, দক্ষ কর্মী বা যুক্ত হওয়া পরিবার, ভারতীয় ঐতিহ্যের অধিকারী লোকজন এই দেশকে সমৃদ্ধ করেছে। পরিযায়ীদের সবচেয়ে বড় উৎস হল ভারত।ওদের উপস্থিতি বিশ্বের বুকে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বহুসংস্কৃতির দেশ হয়ে ওঠার পথে সাহায্য করেছে।

Related posts

Leave a Comment