বৈচিত্র্যকে মজবুত করে মাতৃভাষার ব্যবহার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক ভাষা দিবস। “অমর একুশে”-র শ্রদ্ধা। মাতৃভাষার ব্যবহার বৈচিত্র্যকে মজবুত করে। ” মাতৃভাষা” কথা টির সঙ্গে রয়েছে সরলতা ও ভাষার আন্তরিকতা। শিশুদের বেড়ে ওঠা ও প্রাথমিক স্তরে বিদ্যালয়ে পঠন-পাঠনের কাজ মাতৃভাষায় হওয়া উচিত বলে বিশেষজ্ঞদের মত।
ইউনেস্কোর প্রাক্তন ডিরেক্টর জেনারেল কোইচিরো মাতসুরা জানিয়েছিলেন,আমরা মায়েদের কাছ থেকে যে ভাষা শিখি সেটি আমাদের আন্তরিক ভাবনার মাতৃভূমি। আর প্রতিটি ভাষাকে তিনি বর্ণনা করেছেন,মূলবান ও অমোঘ বলে। যা প্রতিটি মানব জীবনের মতোই অপরিহার্য। তাঁর আরও বক্তব্য,আমি বিশ্বাস করি-শিশুদের বেড়ে ওঠার সময়ে প্রাথমিক স্তরে বিদ্যালয়ে পঠন-পাঠনের কাজ মাতৃভাষায় হওয়া উচিত। এক্ষেত্রে শিশুর মধ্যে বিশ্বাস বেড়ে ওঠে ও ভাষাগত সাংস্কৃতিক শিকড় জোরদার হয়।

