MUMBAI AND WINTEREnviornment Others 

মুম্বই-নগরীর তাপমাত্রা নিম্নমুখী: মরশুমের শীতলতম দিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মরশুমের শীতলতম দিন। প্রবল ঠান্ডায় কাঁপছে মুম্বই-নগরী। ইতিপূর্বে ১ ডিসেম্বরের রাতের তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৷ মুম্বইয়ের এই তাপমাত্রা গত ১১ বছরের রেকর্ডকেও টেক্কা দিয়েছে। এই বাণিজ্যনগরীর তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী ৷ গতকাল ছিল মরশুমের সবচেয়ে শীতলতম দিন ৷ তাপমাত্রা নেমে গিয়েছে ১৮.৪ ডিগ্রিতে ৷ এক্ষেত্রে বলা হয়েছে,সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। অন্যদিকে কোলাবার আবহাওয়া দফতর সূত্রের খবর, রাতের তাপমাত্রা সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল , যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

আবার ১ ডিসেম্বরের রাতের তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৷ মুম্বইয়ের এই তাপমাত্রা গত ১১ বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, উত্তর-পূর্ব দিকের শীতল বাতাস রাতের তাপমাত্রা অনেকটা কমিয়ে দিয়েছে। এটি এই মরশুমের এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
শহরের কয়েকটি স্থান শীতল হাওয়ার কারণে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে । ওই রাজ্যের কয়েকটি অঞ্চল সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম হয়ে গিয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে নভেম্বর মাসে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ বার ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় । ১০ নভেম্বর মুম্বইয়ের নূন্যতম তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস ৷ এ বিষয়ে আরও জানা যায়, রাজ্যের গন্ডিয়া ও পরভানি ছিল শীতলতম ৷ তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি ও ১১.১ ডিগ্রি সেলসিয়াস ৷ থানে শহরে গোটা মরশুমে এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

Related posts

Leave a Comment