মুর্শিদাবাদের অন্যতম পীঠস্থান কিরীটেশ্বরী মন্দির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ জেলায় রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম পীঠস্থান কিরীটেশ্বরী মন্দির। নবাবের জেলায় এই পুজো ঘিরে ভক্ত-দর্শনার্থীদের ভিড় দেখা যায়। কালীপুজোর পূর্বেই সেজে উঠছে এই প্রাচীন মন্দির। স্থানীয় সূত্রের খবর, মা কিরীটেশ্বরী মন্দিরে দক্ষিণাকালী ধ্যানে পূজিতা হয়ে থাকেন। এ বিষয়ে স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রতি নিশিরাতে মায়ের পুজো হয় এই মন্দিরে।
দীপাবলির দিনে হবে এই মন্দিরে মায়ের আরাধনা। কিরীটেশ্বরী মন্দিরের নানা ইতিহাস রয়েছে বলে জানা যায়। এই পুজো ঘিরে নানা মতও প্রচলিত রয়েছে। স্থানীয় মানুষদের মুখে শোনা যায়, প্রাচীনকাল থেকেই এর নাম ছিল কিরীটকণা। অনেকে বলে থাকেন,সতীর মুকুটের কণা পড়েছিল এখানে। তাই এমন নামকরণ। আবার অনেক মানুষ বলে থাকেন, ললাট বা কপাল। এই মন্দিরে শক্তির আরাধনা ঘিরে এখন সাজ সাজ রব। (ছবি: সংগৃহীত)

