nandigram mamata-subhendhuOthers Politics 

শেষ লগ্নে প্রচারে ঝড় “হাই -ভোল্টেজ” নন্দীগ্রামে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সব দলেরই পাখির চোখ নন্দীগ্রাম। আজ নির্বাচনী প্রচারের শেষদিনে মরিয়া মমতা-অমিত-শুভেন্দু-মিঠুন।
সম্মুখ-সমরে সব পক্ষই । শেষ দিনের প্রচার কর্মসূচী ঘিরে সরগরম গোটা নন্দীগ্রাম বিধানসভা এলাকা। শেষ লগ্নে প্রচারে নন্দীগ্রামে মুখোমুখি মমতা-শুভেন্দু-মীনাক্ষী। প্রচারে হাজির থাকবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি সর্বভারতীয় নেতা অমিত শাহ। হাজির থাকার কথা বিজেপির পক্ষে অভিনেতা মিঠুন চক্রবর্তী। হাই ভোল্টেজ কেন্দ্র গোটা নন্দীগ্রাম জুড়েই নিরাপত্তা বলয়। রয়েছে উত্তেজনাও।

অমিত শাহ রোড শো করবেন নন্দীগ্রামে। বেলা ১১টা থেকে রোড শো মমতারও। ভাঙাবেরা শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার অবধি ৩ কিমি রাস্তা রোড শো করবেন।পাশাপাশি নন্দীগ্রামে ৩টি সভাও রয়েছে। নন্দীগ্রাম ১নম্বর ব্লকে সোনাচূড়ায় তিনি সভা করবেন। ভেকুটিয়ার বাঁশুলি চক লক গেটে সভা হবে। ভেকুটিয়ার টেঙ্গুয়া মোড় ক্রসিংয়েও একটি সভা করবেন। শেষ দিনের প্রচারে ঝড় তোলার চেষ্টা। নন্দীগ্রামে জিততে পারবেন না তৃণমূল নেত্রী । পালটা তোপ দেগেছেন শুভেন্দু সহ বিজেপি শিবিরও।

অন্যদিকে শিশির অধিকারীর প্রতিক্রিয়া, তিনি নির্বাচন কমিশনে যাবেন তাঁদের পরিবারের নামে দুর্নাম করে ভোটে জেতার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন,এমনটাই জানা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক প্রচার কর্মসূচী নন্দীগ্রামে ৷ আসরে রয়েছেন বাম সংযুক্ত মোর্চার প্রাথী মীনাক্ষী মুখার্জীও। নন্দীগ্রাম জুড়েই শেষ বেলায় লাগাতার প্রচার সমাবেশ চলবে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment