মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন নোরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নোরাই প্রথমা আরবে। সূত্রের খবর, মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণের জন্য ২৭ বছর বয়সী তরুণী নোরা অল-মাক্রশিকে বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। উল্লেখ করা যায়, এই প্রথম মহাকাশচারীর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন কোনও আরব মহিলা। এক্ষেত্রে জানা গিয়েছে, আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ২০২১ সালের মহাকাশচারী প্রশিক্ষণ কোর্সে যোগ দেবেন নোরা।
সূত্রের আরও খবর, ২০২৪ সালের মধ্যে চাঁদে রোভারের মতো যান পাঠাতে প্রত্যয়ী আমিরশাহি। পাশাপাশি মঙ্গলে ঘাঁটি তৈরি করতে চায় তারা। উল্লেখ্য, ২০১৯ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান হাজ্জা আল মনসুরি। তিনিই আমিরশাহির প্রথম মহাকাশচারী হিসেবে পরিচিত। এ বিষয়ে আরও জানা যায়, ২০২১ সালে নোরা ছাড়াও নাসা-য় প্রশিক্ষণ নেবেন ওই দেশের মহম্মদ আল-মুল্লা।
দুবাইয়ের মহম্মদ বিন রশিদ স্পেস সেন্টার সূত্রে জানা যায়, নোরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ৪,৩০০ আবেদনকারীর মধ্যে বিজ্ঞানে দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা, শারীরিক, মানসিক ও মেডিক্যাল পরীক্ষার পরই তাঁকে নির্বাচন করা হয়েছে। নোরা অল-মাক্রশি ট্যুইটারে মন্তব্য করেছেন, ‘দেশ আমাকে অবিস্মরণীয় অভিজ্ঞতার শরিক হওয়ার সুযোগ দিয়েছে। দেশবাসীর মনে চিরকাল গাঁথা থাকে এমন কৃতিত্ব অর্জনের চেষ্টা করব আমি। তার প্রস্তুতি শুরু করছি’।

