মঙ্গলের ছবি পাঠানোর প্রক্রিয়া শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লালগ্রহের মাটিতে নাসার রোভার পারসিভিয়ারেন্স-এর চাকা গড়িয়েছে। সূত্রের খবর, ৬.৫ মিটার পথ অতিক্রম করেছে ৩৩ মিনিটে। এক্ষেত্রে আরও জানা যায়, ৪ মিটার সামনে এগিয়ে, বাঁদিকে মুখ ঘুরিয়েছে ১৫০ ডিগ্রি। এরপর পিছু হটেছে ২.৫ মিটার। নাসা সূত্রের খবর, রোভারটির রোবট-হাত ও গবেষণার যন্ত্রপাতি অটুট রয়েছে কি না তা দেখা হয়েছে।
রোভারটি মঙ্গলের যেখানে নেমেছে, নাসার বিজ্ঞানীরা তার নাম রেখেছেন অক্টাভিয়া ই-বাটলার। কল্পবিজ্ঞানের লেখক প্রয়াত বাটলারের নামেই এই নামকরণ। পাসাডেনায় নাসার জেট প্রপালশান ল্যাবরেটরির ইঞ্জিনিয়ার অ্যানাইস জারিফিয়ান জানিয়েছেন, এই অভিযান ও মোবিলিটি টিমের কাছে এক বিশাল মাইল ফলক। তবে এটা সবেমাত্র শুরু। আগামী দিনে অনেক লম্বা সফরে পাঠানো হবে পারসিভিয়ারেন্সকে।
উল্লেখ করা যায়, নাসার বিজ্ঞানীরা লম্বা সফরের পথে কাজ শুরু করেছেন। নাসা সূত্রে আরও জানা যায়, পারসিভিয়ারেন্স-এর পেটের দিকে রয়েছে একটি হেলিকপ্টার ড্রোন। এক্ষেত্রে জানা গিয়েছে, মঙ্গলের বাতাসে প্রথমবার ওড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই ওড়ানো হতে পারে এটি। এক্ষেত্রে নাসার বক্তব্য, এখনও পর্যন্ত বড় কোনও সমস্যার মুখোমুখি হতে হয়নি এই অভিযানকে। ভালভাবেই বিষয়টি সামলানো সম্ভব হয়েছে। অবতরণের পর সময়ের শব্দ পৃথিবীকে শুনিয়েছে পারসিভিয়ারেন্স। এখনও পর্যন্ত ৭০০০ ছবিও পাঠিয়েছে বলে খবর। যার মধ্যে রয়েছে ১৯টি ক্যামেরা। এর মধ্যে উল্লেখযোগ্য হল- ফ্রান্সে তৈরি সুপার-ক্যাম। যা থেকে লেজার রশ্মি পাঠিয়ে ৭ মিটার পর্যন্ত দূরের কোনও পাথরকে বিশ্লেষণ করা সম্ভব।

