‘থ্রি-ডি’ মানচিত্র তৈরি করবে ন্যাটমো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘থ্রি-ডি’ মানচিত্রে ড্রোনের ব্যবহার। সূত্রের খবর, রাজ্য ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ‘থ্রি-ডি’ মানচিত্র তৈরি করবে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন (ন্যাটমো)। জানা গিয়েছে, এক্ষেত্রে ব্যবহার করা হবে ড্রোনও। উল্লেখ করা যায়, সংস্থার অধিকর্তা সূত্রে এ খবর জানা যায়। সূত্রের আরও খবর, প্রাথমিকভাবে কলকাতার নিউটাউনে এই কাজ শুরু হচ্ছে। কোথায় কোথায় সৌরশক্তি চালিত বাতিস্তম্ভ বসানো যেতে পারে, তা নির্দিষ্ট করার আগে মানচিত্র তৈরি হবে তা ‘থ্রি-ডি’ হবে।
ভবিষ্যতে আরও এমন কাজ হবে বলেও জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, নতুন ধরনের প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য সংস্থার কর্মীদের ‘থ্রি-ডি’ প্রযুক্তি ও ড্রোন ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে দৃষ্টিহীনদের জন্য ‘ব্রেল’ মানচিত্র তৈরি করেছে ন্যাটমো। এবার সেই মানচিত্রকেও উন্নত করা হবে। এ বিষয়ে আরও জানা যায়, এখন মানচিত্রের সঙ্গে একটি ক্যাসেট দেওয়া হয়। বিদেশ থেকে একটি ‘ডিজিটাল এমবসিং’ যন্ত্র আনা হবে। এক্ষেত্রে মানচিত্রের মধ্যেই চিপ বসানো যাবে এবং মানচিত্রে আঙুল স্পর্শ করলেই যান্ত্রিক কণ্ঠস্বর ম্যাপ চিনিয়ে দেবে। ন্যাটমো সূত্রে আরও জানানো হয়েছে, কলকাতা-সহ বেশ কিছু এলাকার বিষয়ভিত্তিক মানচিত্র করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল ইএম বাইপাস সংলগ্ন চিকিৎসা ক্ষেত্রের মানচিত্র। সেখানে চিকিৎসা পরিষেবা ছাড়াও মিলবে থাকার জায়গা এবং বেড়ানোর জায়গার তথ্যও।

