NCSM-1Others 

বিজ্ঞান প্রসারে প্রয়াস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিজ্ঞান প্রসারে প্রয়াস। ‘সায়েন্স মিউজিয়াম অ্যান্ড সায়েন্স সেন্টার মুভমেন্ট ইন ইন্ডিয়া’ জনসাধারণের কাছে বিজ্ঞানকে পৌঁছে দেওয়া, দেশের বিজ্ঞান মিউজিয়াম ও কেন্দ্রগুলির উন্নতি-প্রভাব ও বিজ্ঞানের প্রসার নিয়ে ওয়েবিনারের আয়োজন করেছে। এ বিষয়ে আরও জানা যায়, কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামস (এনসিএসএম) ও ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স কমিউনিকেটরস-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের প্রাক্তন ডিরেক্টর বিজ্ঞানী বিকাশ সিংহ, মুম্বইয়ের নেহরু সায়েন্স সেন্টারের প্রাক্তন ডিরেক্টর এস এম খেনেদ বক্তব্য রেখেছেন। এছাড়া ফিনল্যান্ড, ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও মতামত জানিয়েছেন।

Related posts

Leave a Comment