Netajis Ancestral HomeOthers 

নেতাজির পৈতৃক বাড়ির ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেরামত করা হল নেতাজির পৈতৃক বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ। সূত্রের খবর, নেতাজির জন্মদিনের আগে তৎপরতার সঙ্গে মেরামত করা হল তাঁর পৈতৃক বাড়ি। ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে এই ভিটের দোতলার বারান্দার ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় বেশ কয়েকটি টালি। এরপর অতিক্রম করেছে ৭ মাসেরও বেশি সময়। তা মেরামত করার কোনও উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন।

সূত্রের আরও খবর, নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর ভিটেতে এখন নিয়ন্ত্রণ রেখেই দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙা ছাউনি মেরামত করে দিয়েছে প্রশাসন। ভাঙা অংশটি নিয়ে ক্ষোভ তৈরি হয় এলাকাবাসীর। স্থানীয় মানুষের বক্তব্য, নেতাজির জন্মবার্ষিকী ঘিরে গোটা দেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে, তখন তাঁর পৈতৃক ভিটের এই দশা নিয়ে প্রশ্ন উঠেছে। নেতাজি জন্মবার্ষিকীতে সমগ্র বাড়িটি আলোয় মুড়ে দেওয়া হয়েছে। আবার চারপাশের এলাকাও পরিষ্কার করা হয়েছে।

Related posts

Leave a Comment