অসহায়ের পাশে দাঁড়িয়ে মাদুরাইয়ের কিশোরী নেত্রার শিরোপা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুর্দিনে আর্তের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসঙ্ঘের গুডউইল অ্যাম্বাসাডর মাদুরাইয়ের নেত্রা। সূত্রের খবর, বয়স মাত্র ১৩ বছর। দুঃস্থ মানুষের পাশে সে। বয়স কোন বাধা নয়। তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মাদুরাইয়ের কিশোরী নেত্রা। আরও জানা গিয়েছে, বাবা মোহন পেশায় ব্যবসায়ী- স্যালেনের মালিক। কন্যার উচ্চশিক্ষার জন্য অতি কষ্টে ৫ লক্ষ টাকা জমিয়ে রেখেছিলেন।
করোনা পরিস্থিতিতে লকডাউন পর্বে অনেক মানুষ রুজি-রোজকার হারিয়ে ক্ষুধা-তৃষ্ণায় কষ্ট পাচ্ছেন দেখে আর স্থির থাকতে পারেনি নেত্রা। বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে সে। ওই জমানো পুঁজি অসহায় ও গরিব মানুষদের জন্য তুলে দিতে বলেছে নেত্রা। এই উদ্যোগের পরই জনপ্রিয় হয়ে উঠেছে ওই কন্যা। রাষ্ট্রসঙ্ঘের অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস (ইউএনএডিএপি)-এর পক্ষ থেকে নেত্রাকে গরিবদের জন্য “গুডউইল অ্যাম্বাসাডর” হিসেবে নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, নিউ ইয়র্ক ও জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে নেত্রাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী সরকার জানিয়েছে, রাজ্য সরকার নেত্রার উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহন করবে।

