মন্ত্রক বদল ও নতুন কেন্দ্রীয় মন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রক পরিবর্তন হল মন্ত্রীদের। দেখে নেওয়া যাক সেই ছবিটা। স্বাস্থ্য মন্ত্রকে ছিলেন হর্ষবর্ধন। এবার হলেন মনসুখ মাণ্ডবীয়। তাঁর সঙ্গে রসায়ন ও সার মন্ত্রকও দেখা হল।
রেল মন্ত্রকে ছিলেন পীযূষ গয়াল। এবার এলেন অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে তাঁকে দেওয়া হল যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক।
বিমান মন্ত্রকের দায়িত্বে ছিলেন হরদীপ সিংহ পুরী। এবার এলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
শিক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এবার এলেন ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে তাঁকে দেওয়া হল স্কিল ডেভেলপমেন্টের দায়িত্ব।
শ্রম মন্ত্রকের দায়িত্বে ছিলেন সন্তোষ গাঙ্গোয়ার। এবার এলেন ভূপেন্দ্র যাদব। সঙ্গে তাঁকে দেওয়া হল বন ও পরিবেশ।
তথ্য-সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রকাশ জাভড়েকর। এবার এলেন অনুরাগ সিংহ ঠাকুর। সঙ্গে তাঁকে দেওয়া হল ক্রীড়া ও যুবকল্যাণ।
আইন মন্ত্রকের দায়িত্বে ছিলেন রবিশঙ্কর প্রসাদ। এবার এলেন কিরেন রিজিজু।
তেল মন্ত্রকের দায়িত্বে ছিলেন ধর্মেন্দ্র প্রধান। এবার এলেন হরদীপ সিংহ পুরী।
সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রহ্লাদ সিংহ পটেল। এবার এলেন জি কিষাণ রেড্ডি। তাঁকে দেওয়া হল পর্যটন, উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের ভারও।
সামাজিক ন্যায় মন্ত্রকের দায়িত্বে ছিলেন থাবর চন্দ গহলৌত। এবার এলেন বীরেন্দ্র কুমার।
এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া – বিমান। সর্বানন্দ সোনোয়াল – জাহাজ ও আয়ুষ মন্ত্রক পেয়েছেন। সুভাষ সরকার – শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন। শান্তনু ঠাকুর – জাহাজ প্রতিমন্ত্রী হয়েছেন। জন বার্লা – সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হলেন। নিশীথ প্রামাণিক – স্বরাষ্ট্র, ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী হয়েছেন।

