অভিযোগ জানাতে পোর্টাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একটি পোর্টাল তৈরি করেছে শিল্পোন্নয়ন ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সরকারি দফতরগুলি যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থার থেকে কাঁচামাল ও পণ্য কেনে তার জন্য বিধি তৈরি হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এবার দরপত্রে অংশগ্রহণকারী সংস্থাগুলি যাতে অভিযোগ জানাতে পারে, তার জন্য এই পোর্টাল তৈরি। শিল্পোন্নয়ন ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর সূত্রে জানানো হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠিয়ে সমাধানসূত্র খোঁজা হবে।

