নিউটাউনে শুরু হচ্ছে বইমেলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিউটাউনে সপ্তম বইমেলার আয়োজন। সূত্রের খবর, ২৬ ফেব্রুয়ারি নিউটাউন মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে নিউটাউন বইমেলা। ৭ মার্চ পর্যন্ত চলবে এই পুস্তকমেলা। এক্ষেত্রে জানা গিয়েছে, বইমেলার উদ্বোধন করবেন হিডকো ও নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন।
উল্লেখ করা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি হবে পঞ্চম জাতীয় কবিতা উৎসব। এই পর্ব চলবে দু-দিন। বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় ৫০টি স্টল থাকবে। অন্যদিকে এই মেলায় করোনা-বিধি মেনে চলার উপর বিশেষ নজর দেওয়া হবে। আয়োজক সূত্রের খবর, মেলায় প্রতিদিন আলোচনাচক্র, বইপ্রকাশ ও কবিতা পাঠ-সহ বিভিন্ন অনুষ্ঠান হবে।

