প্রত্যন্ত গ্রামীণ পড়ুয়াদের পড়ানোর উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেটে স্কুল পড়ুয়াদের পড়াবে এনআইটি। সূত্রের খবর, দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি পুজোর পরই ইন্টারনেটের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ পড়ুয়াদের পড়ানোর উদ্যোগ নেবে। এক্ষেত্রে বলা হয়েছে, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুুুরুলিয়ার ৫-৬টি গ্রাম নির্বাচন করে ইন্টারনেটের মাধ্যমে পড়ানোর প্রয়াস নেওয়া হবে। পরবর্তীতে তা চালু হবে অন্যান্য জেলাগুলিতেও। এনআইটি সূত্রের আরও খবর, প্রথমে পড়ানো হবে নবম-দশম শ্রেণির অঙ্ক ও ইংরেজি। এক্ষেত্রে গ্রামের বড় কোনও ঘরে প্রোজেক্টর স্ক্রিন, মাইক্রোফোন ও কম্পিউটার রাখার বন্দোবস্ত হবে। শিক্ষকেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়িতে কম্পিউটারের মাধ্যমে পড়াবেন। এরপর তা ফুটে উঠবে পর্দায়। আবার স্কুল খুলে গেলে পঠন-পাঠনে ব্যাঘাত না-ঘটিয়ে ‘সহায়ক শিক্ষা’-র ক্লাস নেওয়া হবে সকাল বা সন্ধ্যায়, এমনটাও জানানো হয়েছে।

