Old Man and BankOthers 

চেক-বইয়ের সমস্যায় প্রবীণ নাগরিকরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পরিস্থিতিতে নতুন চেক-বইয়ের ডেলিভারি না পেয়ে বহু মানুষ সমস্যায়। বিশেষ করে প্রবীণ নাগরিকেরা এই সমস্যায় ভুগছেন। সূত্রের খবর, যাঁরা চেকের মাধ্যমে নিজে বা অন্য ব্যক্তিকে পাঠিয়ে ব্যাঙ্ক থেকে পেনশন বা সুদের টাকা তোলেন। এক্ষেত্রে ব্যাঙ্কগুলি জানিয়েছে, লকডাউনে ক্যুরিয়ার সার্ভিসের সমস্যা হচ্ছে। সে কারণে চেকবই ঠিক মতো পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। আবার স্টেট ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, তাদের নতুন চেক বেঙ্গালুরু থেকে ছেপে আসে। লকডাউনে ক্যুরিয়ার সার্ভিস চালু রাখার কথা বলা হলেও সমস্যা হচ্ছে পরিবহণের ক্ষেত্রে।

Related posts

Leave a Comment