একশো দিনের কাজে রেকর্ড পশ্চিমবঙ্গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ । সব থেকে বেশি উপার্জনের রেকর্ড হয়েছে এই রাজ্যে ।
সূত্রের খবর, ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যে ১০০ দিনের কাজের খাতে ৭৫০১ কোটি টাকা মজুরি দেওয়া হত । যা দেশের মধ্যে সব থেকে বেশি । রাজ্যের শ্রমিকদের যাতে রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে না হয় সেকারণে রাজ্যে কাজের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে ।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর রাজ্য সভায় এবিষয়ে জানিয়েছেন, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ এই দুইআর্থিক বছরে সবচেয়ে বেশি শ্রমদিবস হয়েছে পশ্চিমবঙ্গে । অন্যদিকে সাংসদ মানস ভূঁইয়ার বক্তব্য, গত ছ’বছরে কোনও কৃষক আত্মহত্যা করেনি । রাজ্যে কাজের সংখ্যার সাথে সাথে শ্রমিকদের রোজগারও বেড়েছে । এ রাজ্যে কৃষক এবং শ্রমিক ভাই-বোনদের সম্মান ও মর্যাদা দেওয়া হয় বলেও জানিয়েছেন তিঁনি ।

