ONGC WorkOthers 

তেল-গ্যাসের অনুসন্ধানের কাজ থমকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তেল-সন্ধানে বাধা। সূত্রের খবর, গ্রামবাসীদের একাংশের বাধায় মাটির নিচে তেল-গ্যাসের অনুসন্ধানের কাজ থমকে গিয়েছে। উল্লেখ করা যায়, দেগঙ্গার নিমতলা গ্রামের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। এক্ষেত্রে গ্রামের কিছু মানুষের অভিযোগ, মাঠের মধ্যে ডিনামাইট ফাটিয়ে কাজ করার ফলে চাষের জমির ক্ষতি হচ্ছে। অন্যদিকে এই বিক্ষোভ থামাতে পুলিশ আসে। সূত্রের আরও খবর, এরপর কাজ বন্ধ রেখে ফিরে গিয়েছেন ওএনজিসি-র কর্মীরা। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, অশোকনগর ও হাবড়া দেগঙ্গার বেশ কিছু এলাকায় পানীয় জলের কলের মুখ থেকে গ্যাস বের হচ্ছে। সেই সূত্রে খননকার্য চালিয়ে অশোকনগরে ইতিমধ্যেই তেল-গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে।

Related posts

Leave a Comment