মতামত দেওয়ার সময় পিছিয়েছে কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শিল্পমহলের আবেদন মেনে অনলাইনে পণ্য ও পরিষেবা বিক্রির নিয়মের সংশোধনী প্রস্তাবে মতামত দেওয়ার সময় পিছিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আগামী ২১ জুলাই পর্যন্ত তা জমা দেওয়া যাবে বলে বিবৃতি প্রকাশ করে তা জানানো হয়েছে। উল্লেখ করা যায়, এর আগে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে এই নতুন প্রস্তাব নিয়ে এখনও শিল্পের বিভিন্ন অংশে সন্দেহ বেড়েছে, তা ফের প্রকট হয়েছে।
ইন্দো-আমেরিকান চেম্বার অব কমার্স (এআইসিসি) সূত্রের খবর, এরফলে ই-কমার্স সংস্থার দায় বাড়বে। ভারতে সহজে ব্যবসার পরিবেশ নিয়েও সন্দেহ তৈরি হবে বিদেশি সংস্থাগুলির মধ্যে। এ বিষয়ে আরও বলা হয়েছে, প্রভাব পড়বে দেশে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে। আবার দেশীয় স্টার্ট-আপগুলির সংগঠন আত্মনির্ভর ডিজিটাল ইন্ডিয়া ফাউন্ডেশন (এডিআইএফ) এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

