স্টার থিয়েটার খোলার তৎপরতা শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আনলক-৫পর্বে কলকাতা শহরে সিনেমা হল খোলার বিষয়ে তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, ঐতিহ্যবাহী স্টার থিয়েটারে সামাজিক দূরত্ব মেনে বসার বন্দোবস্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ব্যালকনিতে বসার ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে। আবার প্রতি রো-তে দুটি করে আসন বাদ দিয়ে বসার বন্দোবস্ত হল। অন্যদিকে বসার আসনগুলি চিহ্নিত করা রয়েছে সবুজ কভার দিয়ে ।
সূত্রের আরও খবর,এবার পুজোর প্রাক্কালে পর পর বাংলা ছবি রিলিজের ঘোষণা হচ্ছে। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মুখে স্বস্তি ফিরছে। সিনেমা হল মালিকদেরও কাছে সুখের খবর। অন্যদিকে উত্তর কলকাতার ঐতিহ্যশালী স্টার থিয়েটার খোলার চূড়ান্ত তৎপরতা চলেছে। জানা যায়, কেন্দ্রের নির্দেশিকা আসার পূর্বেই হল স্যানিটাইজেশন করার প্রক্রিয়া চলছে।

