নাম ঘোষণা হল অস্কার মনোনয়নদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অস্কার মনোনীতদের নাম ঘোষণা। ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে লন্ডন থেকে সরাসরি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস পেশ করলেন ৯৩-তম অ্যাকাডেমি পুরস্কারের সবকটি বিভাগের নমিলেশন তালিকা। এই তালিকায় মধ্যে রয়েছেন-
সেরা ছবির নমিলেশনে দ্য ফাদার, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া, মাঙ্ক, মিনারি, নোম্যাডল্যান্ড, প্রমিসিং ইয়ং উওম্যান, সাউন্ড অফ মেটাল ও দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন।
সেরা পরিচালক হিসেবে মনোনীত- টমাস ভিনটারবার্গ (অ্যানাদার রাউন্ড), ডেভিড ফিঞ্চর (মাঙ্ক), লি আইজাক চাঙ্ক (মিনারি), ক্লোয়ে ঝা (নোম্যাডল্যান্ড), এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়ং উওম্যান)।
সেরা অভিনেত্রীর জন্য নাম উঠেছে- ভায়োলা ডেভিস (মা রেইনিজ ব্ল্যাক বটম), অ্যান্দ্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ভ্যানেসা কার্বি (পিসেস অফ আ উওম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড), ক্যারি মুলিগ্যান (প্রমিসিং ইয়ং উওম্যান)।
সেরা অভিনেতা হিসেবে বিবেচিত- রিজ আহমেদ (সাউন্ড অফ মেটাল), চ্যাডউইক বসম্যান (মা রেইনিজ ব্ল্যাক বটম), অ্যান্টনি হপকিন্স (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (মাঙ্ক) ও স্টিভেন ইউন (মিনারি)। জানা গিয়েছে, আগামী ২৫ এপ্রিল ডলবি থিয়েটার ছাড়াও একাধিক জায়গা থেকে অনুষ্ঠিত হবে ৯৩-তম অস্কার প্রদান অনুষ্ঠান। লাইভ ও ভার্চুয়াল মিলিয়ে হবে এই অনুষ্ঠান। করোনা আবহে অ্যাকাডেমি কর্তৃপক্ষ সূত্রের খবর, এবারের অনুষ্ঠান হবে ‘ইউনিক’।

