লকডাউন আবহে দেশে খরিফ চাষের এলাকা বাড়ল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের আবহে দেশে খরিফ চাষের এলাকা বেড়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং সূত্রের খবর, প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন, কৃষিক্ষেত্র তা সফল করবেই। দেশীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি তা ব্যবহারের ওপরও নজর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আইটিবিপি ও খাদি গ্রামোদ্যোগের মধ্যে যে চুক্তি হয়, তা কার্যকর হতেও শুরু হয়েছে বলে জানানো হয়েছে। সূত্রের আরও খবর, আইটিবিপি-র জন্য দেশীয় উৎপাদনের কাচ্চি ঘানি সরষের তেল দিচ্ছে খাদি। কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১ হাজার ৮২ লক্ষ হেক্টরের বেশি জমিতে খরিফ শস্যের বীজ বপন হয়েছে।
গত বছরের চেয়ে যা ৭.১৫ শতাংশ বেশি ছিল বলে জানা যায়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, গত বছর যে পরিমাণ জমিতে ধানের বীজ বোনা হয়েছিল তার চেয়ে এবার ৩৫.৪ লক্ষ হেক্টর বেশি জমিতে বীজ বোনা হয়েছে। এবার এখনও পর্যন্ত ৩৮.৯ লক্ষ হেক্টর জমিতে ধানের বীজ বপন করা হয়েছে বলে জানা যায়। ডাল, তৈলবীজ ও দানাশস্যের ক্ষেত্রেও এবার চাষের এলাকা বেড়েছে। পাশাপাশি আখ, পাট ও তুলো চাষের এলাকাও বেড়েছে।

