pakisthan and floodBreaking News Others 

পাকিস্তানে ভয়াবহ বন্যা : বিস্তীর্ণ এলাকা প্লাবিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বানভাসী হাজার হাজার মানুষ। কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যাজনিত পরিস্থিতিতে । বহু ঘর বাড়ি ভেসে গিয়েছে। ব্যাপক ফসলের জমিও নষ্ট হয়েছে। পানীয় জলের অভাব দেখা দিয়েছে। এখনও পর্যন্ত ১ হাজার ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরবর্তী সময়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সরকারি ভাবে জানানো হয়েছে । বন্যার ভয়াবহতায় দেশের পাহাড়ী এলাকার গ্রামগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা যায়। বহু পাহাড়ী গ্রাম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

উল্লেখ করা যায়, ২০১০ সালে পাকিস্তানের সেই ভয়াবহ বন্যার ছবি ফের ফুটে উঠেছে। ওই বন্যায় ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। এই অবস্থায় সে দেশে পাল্লা দিয়ে বেড়ে চলেছে খাদ্য দ্রব্যের দাম। আকাশ ছুঁয়েছে শাক-সবজির দরও। লাহোর, ইসলামাবাদ-সহ বেশ কিছু শহরে শাক-সবজি ,ফল সহ জিনিসের দাম ব্যাপক হারে বেড়ে গিয়েছে। সূত্রের খবর, এই পরিস্থিতির মধ্যে ভারত থেকে পেঁয়াজ ও টম্যাটো আমদানির পরিকল্পনা গ্রহণ করছে পাকিস্তান সরকার। এই বিপর্যয়ের মধ্যে আবারও রক্ষাকর্তা হিসেবে ভারতের সহযোগিতা চায় পাক সরকার। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment