পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হচ্ছেন শেহবাজ শরিফ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন শেহবাজ শরিফ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ। পাক সংসদে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি।
ইমরান যুগ কার্যত শেষ হল, এমনটাই আন্দাজ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন করে দায়িত্ব পেলেন শেহবাজ। পাকিস্তান মুসলিম লিগ-এম দলের প্রধান পাকিস্তান পঞ্জাব প্রদেশের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তিনি ৩ বার মুখ্যমন্ত্রী পদে বসেছেন। ২০১৮ সাল থেকে তিনি পাকিস্তানের লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন।
সূত্রের খবর,পাক সংসদে অধিবেশন বসে। সেখানে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন শেহবাজ। ৩ বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজের বয়স এখন ৭০ বছর। আস্থা ভোটে ইমরান খানকে পরাজিত করলেন শেহবাজ। ভারতীয় সময় রাত ৯টায় শপথ গ্রহণ হবে বলে জানা গিয়েছে। শপথ বাক্য পাঠ করাবেন পাকিস্তানের রাষ্ট্রপতি। জয়ের পর শেহবাজ শরিফ তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “এক নতুন সূর্যের উদয় হল পাকিস্তানে। এই জোট নতুন করে পাকিস্তানকে গড়ে তুলবে”।

