প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পাকিস্তানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান ৩১ রানে হারায় ইংল্যান্ডকে। একদিনের সিরিজে ধরাশায়ী হওয়ার পর এই সাফল্য। প্রথমে ব্যাটিং করে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৩২ রান। বাবর আজম ৪৯ বলে ৮৫ রান ও মহম্মদ রিজওয়ান ৪১ বলে ৬৩ রান করেছেন। এর প্রত্যুত্তরে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২০১ রান। লিয়াম লিভিংস্টোন ৪৩ বলে ১০৩ রান করেছেন। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

